Surprise Me!

\'Kaali\' বিতর্ক, তৃণমূলের ট্য়ুইটার \'আনফলো\' করলেন মহুয়া মৈত্র

2022-08-24 0 Dailymotion

\'কালী\' ছবির বিতর্কিত পোস্টার নিয়ে এবার চড়ছে রাজনৈতিক পারদ। কালী আমিষ ভক্ষণকারী এবং সুরা পানকারী দেবী। মহুয়া মৈত্রর এমন মন্তব্যের পর থেকে চড়ছে রাজনৈতিক পারদ। কালী নিয়ে মহুয়া মৈত্রর মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের তরফে মুখ খোলা হয়। মহুয়া যা বলেছেন, তার সঙ্গে দলের কোনও যোগ নেই। তৃণমূল কখনও মহুয়ার বক্তব্যকে সমর্থন করে না বলে স্পষ্ট জানানো হয়। মহুয়া যা বলেছেন, তার সঙ্গে দলের কোনও যোগ নেই। তৃণমূল কখনও মহুয়ার বক্তব্যকে সমর্থন করে না বলে স্পষ্ট জানানো হয়।

Buy Now on CodeCanyon